দ্য ওয়াল ব্যুরো: বাঙালির চিরকালের সংস্কৃতি পীঠ 'নন্দন' (Nandan Cinema)। এই শহরের আবেগ, নস্টালজিয়া, প্রেমের ঠেক, ছায়াছবির ঠিকানা হল 'নন্দন'। কলকাতা শহরের প্রথম মাল্টিপ্লেক্স তো বলাই যায় এই সিনেমাহলকে। আজ সেই নন্দন সিনেমাহলের জন্মদিন। ৪০ বছর (40 Years) পূর্ণ করল নন্দন।
১৯৮৫ সালের ২ সেপ্টেম্বর উদ্বোধন হয় নন্দনের। এই সিনেমাহলের শিল্যানাস থেকে উদ্বোধন সময়টা বাঙালিদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উদ্যোগে শুরু হয় নন্দন তৈরির কাজ। এই সিনেমাহল ছিল সত্যজিৎ রায়েরও স্বপ্ন।