শুভম সেনগুপ্ত
'ভালবাসা' শব্দটা যতটা সহজ শোনায়, তার গভীরতা ততটাই দুর্বোধ্য। আমরা কেন ভালবাসি (Love), তার কোনও উত্তর থাকে না। রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) লিখেছিলেন, “জীবের মধ্যে অনন্তকে অনুভব করার অন্য নামই ভালবাসা।” অন্যদিকে স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) বলেছিলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” এই দুই ভাবনার ভিতরেই যেন লুকিয়ে আছে প্রেমের প্রকৃত তাৎপর্য। এক সীমিত মানুষে অসীমের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা।