শুভম সেনগুপ্ত
স্বাধীনতার আনন্দ স্থায়ী হল না। তার সঙ্গে সঙ্গে শুরু হল অগণিত মানুষের নির্বাসনের কাহিনি (Bengal Partition)। অনিকেত জীবনের এই যাত্রায়, ভিটে-মাটি থেকে শিকড় ছিঁড়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাসে ভরে উঠল এক নতুন ইতিহাস— দেশভাগ। সেই ইতিহাসে দুলালিদের, আদুরিদের মতো নারীরাই সবচেয়ে বড় সাক্ষী ও ভুক্তভোগী।