দ্য ওয়াল ব্যুরো: মাঠে নামছে এক্কেবারে খাঁটি ‘খাকি’। ব্লকবাস্টারের আঙ্গিকে নয়—বরং এক ভিতের, আদর্শ আর কঠোর নৈতিকতার গল্প। রাজা চন্দের ক্যামেরার লেন্সে, টোটার এক ভিন্ন চরিত্রের অভিষেক। অফিসিয়াল ট্রেলার মুক্তি পেতেই বোঝা যায়, অ্যাকশন-কাঁপানো শটগুলো মোটেই মোহনায় ভর করে মশলা নয়; লড়াইয়ের ভিতে আছে নীতির প্রশ্ন।
#REL
শহরের এক শক্তিশালী মাফিয়া—যে পুলিশের কোনও ভয়ে নড়ে না, যার বিরুদ্ধে কোনও ক্ষমতা দাঁড়াতে পারে না—; কিন্তু সেঅ ট্রেলারই বার্তা দিল, সব রাজত্বই একদিন ধ্বংস হবে।