শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'বাংলা ছবি চলে না', 'বাংলা ছবির পাশে দাঁড়ান' এসব মিথ ভেঙে প্রতিটি শোতে হাউসফুলের রের্কড গড়ল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব-শুভশ্রীর 'ধূমকেতু'। মুক্তির দিন ১৪ অগস্ট সকাল সাতটার থেকে পর পর শো হাউসফুল ছিল মাল্টিপ্লেক্সগুলিতে। কিন্তু এবার সিঙ্গেলস্ক্রিনে ইতিহাস সৃষ্টি করল 'ধূমকেতু'। দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের 'বসুশ্রী' সিনেমাহলের সব কটি সিট ভরে গেল দেবের ছবি দেখতে। কলকাতার সব কটি সিনেমাহলের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যার আসন বসুশ্রীতেই। বহুদিন পর সিঙ্গেলস্ক্রিনে এমন বিরল ঘটনা ঘটল।