শুভঙ্কর চক্রবর্তী
দুর্গাপুজো মানেই তো আলো, আনন্দ, মণ্ডপে মণ্ডপে ভিড়। আর সেই ভিড়ের একটা বড় অংশ গিয়ে মেশে সিনেমাহলে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোয় মুক্তি পেয়েছে একসঙ্গে চার-চারটি বাংলা ছবি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'রক্তবীজ-২' এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত 'রঘু ডাকাত', অনীক দত্তর যত কান্ড কলকাতাতেই আর প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী।