দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় গুঞ্জন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাস কি আবার কাছাকাছি আসছেন? না, প্রেম নয়—কাজের দিক থেকে। শুক্রবার সন্ধ্যায় পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’–এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এই দুই প্রাক্তন। একে অপরকে দেখলেন কি? চোখাচোখি হল?—এই প্রশ্নেই তোলপাড় টলিউড।
সামনে এসে বেশ কয়েকটি ভিডিও। আর সেখানেই দেখা যাচ্ছে শ্রাবন্তীর উপস্থিতি নজর এড়ায়নি পরিচালকের। তবে কথা হয়নি দু'জনেরই। কিন্তু কাজ? পরিচালক জানিয়েছেন, তাতে সমস্যা নেই। ব্যক্তিগত জীবনে যাই ঘটে থাকুক না কেন তাঁরা পেশাদার।