দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার গলি-ঘুপচি জুড়ে ছুটে গেল একটাই বার্তা— “Btw you look good in sarees?” একাধিক ইনবক্সে একই মেসেজ! আর এই রহস্যময় বার্তার প্রেরক— ‘বৌ কথা কও’-র এক সময়ের জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস।
কেউ বলছেন প্রশংসা, কেউ বলছেন নিপাট হেনস্থা— জনপিছু এমন দ্বিধা তৈরি করে একেবারে রাতারাতি ‘ভাইরাল’ও হয়ে গেলেন ঋজু। আঙুল উঠল, প্রশ্ন উঠল, বহু মহিলাই সোচ্চার হলেন— কেউ টেনে আনলেন মানসিক অসুস্থতার কথা, কেউ বললেন এটা নিছক অস্বস্তিকর অবাঞ্ছিত মেসেজ। আবার বিপরীত মেরুতে দাঁড়ানো একদল মানুষ বললেন— প্রশংসা তো প্রশংসাই! শাড়িতে সুন্দর লাগছে বলাটা দোষের কী?