দ্য ওয়াল ব্য়ুরো: ছোট পর্দায় কাজ করার সময় অনুরাগকে ‘ভূতের রাজা’ বলে ডাকা হত! কেন?বক্স অফিসে ইতিমধ্যেই সাড়া ফেলেছে অনুরাগ বসুর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেট্রো…ইন দিনো’। মন ছুঁয়ে যাওয়া সংলাপ, অসাধারণ সংগীত এবং নিখুঁত পারফরম্যান্সে দর্শকদের মন জয় করেছে সম্পর্কের গল্প। কিন্তু এই মানবিক গল্প বলিয়ে অনুরাগ বসু একসময় ছিলেন ‘ভূতের রাজা’—হ্যাঁ, ঠিকই শুনছেন! এক সময় তাঁর হাতে তৈরি হত একের পর এক ভূতের সিরিয়াল, যা টেলিভিশনের দর্শকদের রাতের ঘুম কেড়ে নিত।
#REL