দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ মুক্তি পেল অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’। বহুদিন ধরেই এই ছবিকে ঘিরে উৎসাহের পারদ ছিল তুঙ্গে। পরিচালক যাঁর নামের সঙ্গেই জড়িয়ে থাকে গল্প বলার অভিনব কৌশল—তিনি যে এবারেও দর্শকদের হতাশ করবেন না, তা মুক্তির প্রথম দিনেই স্পষ্ট হয়ে গেল।