শুভঙ্কর চক্রবর্তী
বহু প্রতীক্ষার অবসান। মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই বিশ্রাম, আয়েশ আর একটু নিঃশ্বাস নেওয়া—এ কথা অনুরাগের অভিধানে নেই। বরং শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। কখনও মুম্বই, কখনও পুনে, তো কখনও অন্য শহর—নিজের ছবিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পরিচালক। এতটাই ব্যস্ত তিনি, যে ফোনে কথা বলার মাঝেও নেটওয়ার্ক বারবার বিঘ্ন ঘটাচ্ছে। তবুও পর্দার মতোই বাস্তবেও তাঁর মনোযোগী ভাব, হালকা হাসিতে বোঝালেন, “চিন্তার কিছু নেই, কাজ নিয়েই টেনশন... একজন ফিল্মমেকার জানেন, সিনেমা মুক্তির আগে কতটা দৌড়ঝাঁপ করতে হয়।”