দ্য ওয়াল ব্যুরো: বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল। শহুরে জীবনের ভিড়ের মাঝেও কীভাবে সম্পর্ক টিকে থাকে কিংবা ভেঙে পড়ে—তা ছুঁয়ে গিয়েছিল অগণিত দর্শকের হৃদয়। আর ঠিক ২০ বছর পর, সেই ছবির সিক্যুয়েল নিয়ে আবার ফিরছেন অনুরাগ—‘মেট্রো ইন দিনো’।
কিন্তু জানেন কি, এই সিনেমার ভাবনাটাই আসলে জন্ম নিয়েছিল একজনের মুখে বলা এক অদ্ভুত, হালকা কথায়? তিনি আর কেউ নন—ইরফান খান।
#REL