দ্য ওয়াল ব্যুরো: প্রেক্ষাগৃহে মুক্তির পরেই দর্শকদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল পৌরাণিক অ্যানিমেটেড ছবি “মহাবতার নৃসিংহ”। মুক্তির দিন থেকেই সাদা পায়ে হলে ঢুকেছিলেন ভক্তরা। খোল-করতালের তালে সাধু-সন্ন্যাসী থেকে কৃষ্ণভক্তরা উপভোগ করেছিলেন সিনেমাটি। কারণ, এই ছবি যে ভগবান বিষ্ণুর এক অনন্য অবতার—নরসিংহকে নিয়ে।
পুরাণকথা অনুযায়ী, ভক্ত প্রহ্লাদকে অসুররাজ হিরণ্যকশ্যপের হাত থেকে রক্ষা করতেই রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীহরি। সেই অদম্য রূপই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। ফলে বক্স অফিসে ছবিটি ঝড় তুলেছিল এবং বিশ্বব্যাপী আয় করেছিল ৩০০ কোটিরও বেশি।
#REL