দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ। রাত পোহালেই রবিবার। একরাশ মন খারাপ তো সকলেরই রয়েছে। তারওপর পূর্বাভাস বলছে দিনভর বৃষ্টি হতে পারে। বেরোনোর প্ল্যান ভেস্তে গেলে মন খারাপ করে বাড়ি বসে থাকলে চলবে না। হাতে এক কাপ চা আর ওটিটি-তে পুরনো দিনের বাংলা সিনেমা দিয়ে রবিবার কাটান অন্য মেজাজে। সঙ্গে প্রিয়জন থাকলে তো কেল্লাফতে!
ওটিটি গুলোতে রয়েছে বহু পুরনো বাংলা সিনেমা, যেগুলো একসময় বড় পর্দায় ঝড় তুলেছিল। আজও সেই ছবিগুলো সমান প্রাসঙ্গিক, সমান উপভোগ্য। কোন কোন ছবিগুলো দেখতে পারেন আপনি?
#REL