দ্য ওয়াল ব্যুরো: পরিচালক মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখলেন অহন পাণ্ডে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ইতিমধ্যেই দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছে। মোহিত সুরির পরিচালনায় এই ছবি যেন ভাঙা মনকে আবার নতুন করে ভালবাসতে শেখাল। ছবির সঙ্গে দর্শকের এমন আবেগঘন সম্পর্কের সূত্র ধরেই এবার রইল আরও দশটি রোম্যান্টিক ছবি। যা বিভিন্ন ওটিটিতে পাবেন। সপ্তাহ শেষে দেখে নিতে পারে প্রিয়জনের সঙ্গে।
১. আশিকি ২ (Aashiqui 2) - প্রাইম ভিডিও (২০১৩)