দ্য ওয়াল ব্যুরো: বলিউডের রাজকন্যে। বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে। কখনও ‘নেপো কিড’ ট্যাগে বিতর্ক, কখনও আবার নামী প্রসাধনী ব্র্যান্ডের মুখ হয়ে তিনি শিরোনামে। তবে সবকিছুর মধ্যেই মেয়ের প্রতি গর্বিত বাবা শাহরুখ খান।
এখন তাঁর চোখ মেয়ের বড় পর্দায় ডেবিউ নিয়ে। ‘কিং’ সিনেমার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ছবিতে সুহানার ‘রক্ষাকর্তা’ হিসেবেই দেখা যাবে কিং খানকে। সম্প্রতি ‘কিং’-এর টিজার মুক্তির আগে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুহানা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “বাদশার রাজকন্যে।”
#REL