দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ছেলেমেয়েদের কতদূর পড়াশোনা, তা নিয়ে নেটপাড়ার আগ্রহের শেষ নেই। সেই তালিকায় রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত মুকেশ অম্বানির ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। শাহরুখ খানের মেয়ে সুহানা খানও সেখানেই স্কুলজীবন কাটিয়েছেন।
এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন বিদেশে। ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। শুধু তাই নয়, অভিনয় ও নাটকের প্রতি আগ্রহের কারণে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে করেন বিশেষ কোর্স।
#REL