দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাঘব জুয়েল, যিনি সলমন খান এবং শাহরুখ খান উভয়ের সঙ্গেই কাজ করেছেন, তিনি সম্প্রতি সলমনের বিখ্যাত পানভেল ফার্মহাউসে পার্টি করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। রাঘব জানান, সেখানে তিনি শিখেছেন কীভাবে জীবনে উদার হতে হয়।
রণবীর আল্লাবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাঘব সলমনকে একজন "দাতা" (a giver) হিসেবে বর্ণনা করেন এবং তাঁর ফার্মহাউসে কাটানো তিন দিনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলেছেন।
#REL