দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালিত সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। এই সিরিজের অন্যতম অভিনেতা রাঘব জুয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক আরিয়ান খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং আরিয়ানের ব্যক্তিগত দিক নিয়ে মুখ খুলেছেন। রাঘব জুয়েল জানিয়েছেন, আরিয়ানকে তাঁর মা অত্যন্ত সংস্কৃতিবান ও ভাল ছেলে মনে করেন।
রাঘব জুয়েল আরিয়ানকে মেধাবী এবং সাহসী বলেছেন। তারপর সাক্ষাৎকারে তিনি আরিয়ানের একটি অভ্যাসের কথা তুলে ধরেন। আর সেই অভ্যাসের জন্যই নাকি, তাঁর মা আরিয়ানকে এত প্রিয় বলে মনে করেছেন।
#REL