দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ভক্তের সংখ্যা গোটা বিশ্বে কোটি কোটি। কিন্তু জানেন কি, স্বয়ং কিং খান কার ভক্ত? সম্প্রতি স্টার প্লাসের জনপ্রিয় নাচের শো 'ডান্স প্লাস'-এর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করতে দেখা যায়।
অনুষ্ঠানে এসে বলিউড বাদশা স্বীকার করেন যে, তিনি রাঘবের এতটাই বড় ভক্ত যে, প্রথমদিকে তাঁর নাম না জানা সত্ত্বেও তিনি রাঘব সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছেন।
#REL