দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশক থেকে শুরু করে বলিউড সিনেমার গান-নাচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন কিংবদন্তী কোরিওগ্রাফার সরোজ খান। 'এক দো তিন', 'চোলি কে পিছে', 'নিম্বুডা নিম্বুডা'-র মতো গান পপ কালচারে স্থান পেলেও, তাঁর কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার এনে দেয় সঞ্জয়লীলা বনসালি পরিচালিত 'দেবদাস' ছবির জনপ্রিয় গান "ডোলা রে ডোলা"।
এস. এল. বনসালির যুগে যুগে সমাদৃত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল 'দেবদাস' (৫০ কোটি টাকা বাজেটের)। তবে সরোজ খান এই গানটিকে তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন কাজ বলে উল্লেখ করেছিলেন, যা তাঁর অন্যতম সেরা প্রাপ্তি।