দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালক আর. বাল্কি সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা শেয়ার করেছেন, যা মহাতারকা অমিতাভ বচ্চন-এর এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত। সাইরাস সেস পডকাস্টে বাল্কি জানিয়েছেন, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অমিতাভ বচ্চন কীভাবে মেজাজ হারিয়েছিলেন এবং কেন সেই বিজ্ঞাপনটি বাতিল করা উচিত ছিল।
বিজ্ঞাপনটির দৃশ্য ছিল এমন যে, বিগ বি লনে বসে খবরের কাগজ পড়বেন। এমন সময় অভিষেক বচ্চন গাড়ি চালিয়ে এসে বলবেন, "বাবা, আমার নতুন গাড়িটা দেখো।"
#REL