দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ সুমিত রাঘবন। 'সারাভাই ভার্সেস সারাভাই', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'বড়ি দূর সে আয়ে হ্যায়ন'–এর মতো জনপ্রিয় ধারাবাহিক তাঁকে দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কাজ করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন ও মাধুরী দীক্ষিতের মতো বলিউড তারকাদের সঙ্গে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কীভাবে বড় বড় তারকারা নিজেদের দীর্ঘ কেরিয়ার ধরে রাখেন। তাঁর কথায়, “শাহরুখ খান, অক্ষয় কুমার কিংবা নানাপাটেকর—তাঁদের সবার মধ্যেই কাজের জন্য অদম্য খিদে আছে। এটাই তাঁদের আলাদা করে তোলে।”
#REL