দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন শাহরুখ খান। প্রয়াত বাবা-মা, মহম্মদ খান ও লতিফ ফতিমা সম্পর্কেও সচরাচর কথা বলতে দেখা যায় না তাঁকে। কিন্তু এবার সেই নীরবতা ভেঙে আবেগে ভেসে গেলেন বলিউডের কিং খান। জানালেন, ছেলের সাফল্য চোখে দেখার সুযোগ পাননি বাবা-মা—এই আক্ষেপ আজও কিং খানের রাতের ঘুম কেড়ে নেয়।
শাহরুখ বলেন, “ছোটবেলা থেকেই ছবি করতে চাইতাম। কিন্তু যখন সত্যিই সিনে জগতে পা রাখলাম, তখন বাবা-মা কেউই আর বেঁচে নেই। মনে হত, বড় বড় ছবি করব… যেন স্বর্গ থেকে তাঁরা দেখতে পান।”
#REL