দ্য ওয়াল ব্যুরো: আজ সারা দেশে উচ্ছ্বাসের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিশেষত মুম্বইতে রঙের উৎসব, গানের সুর আর ভক্তির আবহে মাতোয়ারা শহর। বলিউডের বহু তারকাও বাড়িতে এনেছেন ভগবান গণেশের মূর্তি। কিন্তু এর মধ্যেই মনখারাপ শিল্পা শেট্টির।
প্রতি বছরই জমকালো আয়োজনে শিল্পার বাড়িতে আসে বাপ্পা। একটানা ১১ দিন ধরে চলে ভক্তিভরে পুজো আর আরাধনা। কিন্তু এবার পরিবারের এক কাছের মানুষের প্রয়াণে তিনি বাপ্পাকে বাড়িতে আনতে পারেননি। তাই সোশ্যাল মিডিয়ায় পুরনো এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
#REL