দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা-র জনপ্রিয় রেস্তরাঁ 'বাস্টিয়ান' (Bastian) কেবল তারকাদেরই নয়, সাধারণ বিত্তবান মানুষের কাছেও এক হটস্পট। কিন্তু এই বিলাসবহুল রেস্তরাঁটি এক রাতে ঠিক কত টাকা আয় করে? লেখক শোভা দে (Shobhaa De) দাবি করেছেন, এর পরিমাণ ২ থেকে ৩ কোটি টাকা।
সম্প্রতি ইউটিউবে বরখা দত্তের পডকাস্ট 'ইনসাইড আউট উইথ বরখা দত্ত'-এ এসে মুম্বইয়ের রাতের জীবন ও বিপুল আর্থিক লেনদেন নিয়ে কথা বলেন শোভা দে।
#REL