দ্য ওয়াল ব্যুরো: ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW)। এই মামলায় শিল্পার স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাও অভিযুক্ত।
মুম্বই পুলিশের ইওডব্লিউ টিম শিল্পা শেঠিকে তাঁর বাড়িতেই প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে জেরা করে। ওই সময় তাঁর বিজ্ঞাপন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চান আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় শিল্পা না কি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দেন, যেগুলি এখন খতিয়ে দেখা হচ্ছে।
#REL