দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা মামলায় লুক-আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ, এই সেলিব্রিটি দম্পতি প্রায় ৬০ কোটি টাকা প্রতারণা করেছেন এক ব্যবসায়ীর কাছ থেকে, যা তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে নেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) মামলাটির দায়িত্বে আছে। পুলিশ খতিয়ে দেখছে শিল্পা ও কুন্দ্রার ভ্রমণ সংক্রান্ত নথি। সংস্থার নিরীক্ষককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার জীবন যেন বিতর্ক ও চমকের সমার্থক। কিছুদিন আগেই ৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে তাঁরা শিরোনামে উঠে এসেছিলেন। যদিও সেই অভিযোগকে নস্যাৎ করে দেন এই তারকা দম্পতি।
এর মাঝেই শিল্পা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানালেন আরেকটি বড় খবর—বন্ধ হতে চলেছে তাঁদের বহু স্মৃতিবিজড়িত রেস্তরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’।
দ্য ওয়াল ব্যুরো: কিছু সিনেমা আর কিছু গান সত্যিই সময়ের সীমানা পেরিয়ে কালজয়ী হয়ে ওঠে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া হরে কৃষ্ণ হরে রাম সেই তালিকাতেই পড়ে। তবে সিনেমার জনপ্রিয়তার চেয়েও বেশি আলো কেড়েছিল এর আইকনিক গান দম মারো দম। শুধু সুর বা কথাই নয়, গানে জিনাত আমানের পর্দার লুকও তৈরি করেছিল এক অমর ছাপ।
দেবানন্দ, জিনাত আমান আর মুমতাজের অভিনয়ে সাজানো এই সিনেমার গানটি আজও সমান জনপ্রিয়। আর সেই গানে জিনাত আমানের অনন্য সাজ বহুবার বলিউডে অনুকরণ করেছেন বিভিন্ন অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শিল্পা শেট্টি।
দ্য ওয়াল ব্যুরো: আজ সারা দেশে উচ্ছ্বাসের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিশেষত মুম্বইতে রঙের উৎসব, গানের সুর আর ভক্তির আবহে মাতোয়ারা শহর। বলিউডের বহু তারকাও বাড়িতে এনেছেন ভগবান গণেশের মূর্তি। কিন্তু এর মধ্যেই মনখারাপ শিল্পা শেট্টির।
প্রতি বছরই জমকালো আয়োজনে শিল্পার বাড়িতে আসে বাপ্পা। একটানা ১১ দিন ধরে চলে ভক্তিভরে পুজো আর আরাধনা। কিন্তু এবার পরিবারের এক কাছের মানুষের প্রয়াণে তিনি বাপ্পাকে বাড়িতে আনতে পারেননি। তাই সোশ্যাল মিডিয়ায় পুরনো এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তাঁরা একে অপরের পাশে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাঁদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাঁকে লন্ডন ছেড়ে মুম্বইয়ে চলে আসতে হয়েছিল।
রাজ কুন্দ্রা জানান, শিল্পার একটাই শর্ত ছিল, তিনি কোনওভাবেই ভারত ছেড়ে অন্য দেশে থাকবেন না। রাজ কুন্দ্রা বলেন, “শিল্পা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কোনও বিদেশি বা এনআরআইকে বিয়ে করব না। আমাকে ভারতেই থাকতে হবে, আমি দেশ ছাড়তে পারব না।”
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty) ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে মুম্বইয়ের এক ব্যবসায়ীর ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ (60 Crore Fraud) উঠেছে। এই মামলা তাঁদের বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড' সংক্রান্ত ঋণ-সহ বিনিয়োগ চুক্তিকে ঘিরে।
অভিযোগকারী দীপক কোঠারি জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে তিনি মোট ৬০.৪৮ কোটি টাকা ওই দম্পতিকে দেন, কিন্তু সেই অর্থ শেষ পর্যন্ত ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়।
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জোয়ার উঠেছিল, তখন সলমন খানকেও এক দলে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে নিজেই জানালেন বলিউডের ভাইজান— সেই সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি স্বেচ্ছায়, আর তাতে তাঁর বিন্দুমাত্র আফসোস নেই। সলমনের ভাষায়, “আইপিএল শুরু হওয়ার সময় আমাকে একটি দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তা নিইনি। এখনও মনে করি, সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আমি বরং খুশি।”
দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ছবির পাশাপাশি তাঁর ফিটনেস, লাইফস্টাইল নিয়েও চর্চার শেষ নেই। সম্প্রতি একটি ভিডিও ঘিরে তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হলেও, তার মধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে শিল্পার বিলাসবহুল বাড়ি ‘কিনারা’র কিছু দৃশ্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কেমন এই রাজকীয় বাংলো।