দ্য ওয়াল ব্যুরো: কিছু সিনেমা আর কিছু গান সত্যিই সময়ের সীমানা পেরিয়ে কালজয়ী হয়ে ওঠে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া হরে কৃষ্ণ হরে রাম সেই তালিকাতেই পড়ে। তবে সিনেমার জনপ্রিয়তার চেয়েও বেশি আলো কেড়েছিল এর আইকনিক গান দম মারো দম। শুধু সুর বা কথাই নয়, গানে জিনাত আমানের পর্দার লুকও তৈরি করেছিল এক অমর ছাপ।
দেবানন্দ, জিনাত আমান আর মুমতাজের অভিনয়ে সাজানো এই সিনেমার গানটি আজও সমান জনপ্রিয়। আর সেই গানে জিনাত আমানের অনন্য সাজ বহুবার বলিউডে অনুকরণ করেছেন বিভিন্ন অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শিল্পা শেট্টি।
#REL