দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সোনালি যুগের এক অবিস্মরণীয় নাম মুমতাজ। তাঁর সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ হতেন দর্শকরা। সিনেমাহলে তাঁর এন্ট্রিতেই পড়ত সিটি। রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটি ছিল স্বপ্নের মতো, কিন্তু সম্পর্কটা ছিল শুধুই পর্দার নয়। ব্যক্তিগতভাবেও ছিলেন তাঁর ঘনিষ্ঠ। এমনকি রাজেশ খান্নার নাচের গুরুও ছিলেন মুমতাজ! এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, রাজেশ খান্না নাচে দুর্বল ছিলেন, তাই তিনি নিজেই শিখিয়ে দিতেন তাঁকে স্টেপগুলো।
#REL