দ্য ওয়াল ব্যুরো: একটা সময় অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন ববির প্রেম নিয়ে উত্তাল ছিল বলিউড। কিন্তু সেই পরভিন ববিই বাদ পড়লেন ‘সিলসিলা’ থেকে, যে ছবিটি আদতে এক বহির্বিবাহ সম্পর্কের গল্প বলত। প্রশ্ন ওঠে— কেন? আর তখনই সামনে আসে মানসিক অসুস্থতার প্রসঙ্গ।
১৯৮১ সালে ‘সিলসিলা’ তৈরির সময়, শুরুতে পরিচালক যশ চোপড়া এই ছবির জন্য পরভিন ববি ও স্মিতা পাটিলকে কাস্ট করেছিলেন। কিন্তু পরে তাঁদের বদলে নেওয়া হয় রেখা ও জয়া বচ্চনকে। বলিপাড়ায় গুঞ্জন, এই পরিবর্তনের পিছনে নাকি ছিলেন অমিতাভ বচ্চন নিজেই।
#REL