দ্য ওয়াল ব্যুরো: 'গাইড' ছবির সেই ওয়াহিদা রেহমানের ভিলেন বর মার্কোকে মনে পড়ে? রুক্ষ, রাগী চরিত্রের অভিনেতা সেই ভিলেনি চাল ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ অভিনয়ে। রোজি ওয়াহিদা আর রাজু দেব আনন্দর মধ্যে খলনায়ক হয়ে দাঁড়ায় এই মার্কো।
যদিও 'গাইড' পরকীয়া ছবির গল্প কিন্তু তবুও দেব আনন্দ এই ছবির নায়ক। আর মার্কো হয়ে ওঠে ভিলেন। মার্কো চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছিলেন তাঁর নাম কিশোর সাহু।