শুভদীপ বন্দ্যোপাধ্যায়
শতবর্ষ জন্মদিনে কোনও লেজেন্ডের কথা বলতে বসা মানে শুধুই তাঁর প্রশংসা করা নয়। বরং নিরপেক্ষ ভাবে সেই মানুষটির বিচার করা, তাঁর কাজের উৎকর্ষ মূল্যায়ন করা এবং তাঁর কাজের সংরক্ষণ, আসল শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হওয়া উচিত। আজ ৯ জুলাই, ২০২৫ সারা দেশ জুড়ে যে মানুষটির ১০০ তম জন্মদিন (100 years Birthday) পালন হচ্ছে তিনি কিংবদন্তি গুরু দত্ত (Guru Dutt)। যাঁর কথা এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে না বললেই চলে। কিন্তু গুরু দত্তের জীবন সফর সিনেমার মতোই বর্ণময়। তেমনই তাঁর বানানো প্রতিটি কালজয়ী ছবি চিরন্তন সম্পদ।