শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সাদা-কালো বলিউড ছবিতে এক প্রথম সারির নাম গুরু দত্ত। নায়ক ও পরিচালক, দুই রূপেই তিনি সাফল্যের শিখরে পৌঁছন। আজ সেই চলচ্চিত্র মহীরুহের শততম জন্মদিন। আজ যখন ভারতীয় চলচ্চিত্র তাঁর শতবর্ষ উদযাপন করছে তখন আমার মতে পাঁচের দশকে চলচ্চিত্র ইতিহাসে শীর্ষবিন্দু তিনিই।