দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty) ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে মুম্বইয়ের এক ব্যবসায়ীর ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ (60 Crore Fraud) উঠেছে। এই মামলা তাঁদের বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড' সংক্রান্ত ঋণ-সহ বিনিয়োগ চুক্তিকে ঘিরে।
অভিযোগকারী দীপক কোঠারি জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে তিনি মোট ৬০.৪৮ কোটি টাকা ওই দম্পতিকে দেন, কিন্তু সেই অর্থ শেষ পর্যন্ত ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়।