দ্য ওয়াল ব্যুরো: 'মিনি' নিলামের মাত্র দু’সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল (Andre Russell) ঘোষণা করলেন, তিনি আর আইপিএলে (IPL) খেলবেন না। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডার রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আইপিএল থেকে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান (Andre Russell IPL retirement)। ঠিক তার পরেই নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তাঁর ‘knight in shining armour’-এর উদ্দেশে লিখলেন এক আবেগঘন বার্তা (Shah Rukh Khan tribute to Andre Russell)।
শাহরুখের খোলা চিঠি - “Muscle Russell for life!”