দ্য ওয়াল ব্যুরো: আবু ধাবিতে বসা আইপিএল ২০২৬ (IPL 2026 Auction) মিনি নিলাম আবারও দেখিয়ে দিল—ক্রিকেটের বাজারে ‘দাম’ চিরস্থায়ী নয়। এক মরশুমে আকাশছোঁয়া দর, পরের মরশুমেই বড়সড় কাটছাঁট। তারই সবচেয়ে বড় উদাহরণ ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। গত বছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার, এবার সেই ভেঙ্কটেশই ৭ কোটিতে চলে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। হিসেব বলছে—প্রায় ৭০.৫ শতাংশ বেতন কমিয়ে দলবদলে সবুজ সংকেত দিয়েছেন ভারতীয় পিঞ্চহিটার!
কেন এই অধঃপতন?