দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা মামলায় লুক-আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ, এই সেলিব্রিটি দম্পতি প্রায় ৬০ কোটি টাকা প্রতারণা করেছেন এক ব্যবসায়ীর কাছ থেকে, যা তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে নেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) মামলাটির দায়িত্বে আছে। পুলিশ খতিয়ে দেখছে শিল্পা ও কুন্দ্রার ভ্রমণ সংক্রান্ত নথি। সংস্থার নিরীক্ষককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
#REL