দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মঞ্চে একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করে বিশ্বদরবারে সাফল্য অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। পর্দায় কিং খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন ২০০৬ সালে ‘ডন’-এ। এরপর ‘ডন ২’-এ আবারও দেখা মেলে তাঁদের রসায়নের। তবে শুধু এই দুই ছবিতেই নয়, ‘ওম শান্তি ওম’, ‘রা ওয়ান’ এবং ‘বিল্লু’–তেও অতিথি চরিত্রে নজর কাড়েন প্রিয়াঙ্কা।
আজ প্রিয়াঙ্কার জন্মদিনে ফের সামনে এসেছে এক পুরনো সাক্ষাৎকার, যেখানে ‘রা.ওয়ান’–এর সেটে ঘটে যাওয়া এক কারণে তাঁকে কাঁদতে দেখা গিয়েছিল। এই গল্প, যেমন আবেগময়, তেমনই মজাদার।