দ্য ওয়াল ব্যুরো: আধুনিক জীবনের অনিশ্চয়তা আর ব্যস্ততার ভিড়েও আজ বহু মানুষ আশ্রয় খুঁজছেন প্রাচীন সংখ্যাতত্ত্বে (Numerology)। মোবাইল নম্বর থেকে শুরু করে নতুন ব্যবসা, এমনকি প্রতিদিনের ছোট-বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ও অনেকেই ভরসা রাখছেন সংখ্যার জাদুতে (Astrology)। একবিংশ শতকের তথ্যপ্রযুক্তির যুগে দাঁড়িয়ে এই প্রাচীন বিশ্বাস কীভাবে আধুনিক সমাজে প্রভাব ফেলছে এবং নতুন প্রজন্মের জীবনচর্চায় ছাপ ফেলছে—তাই এখন এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
সংখ্যাতত্ত্ব (Numerology): অতীতের দর্শন, বর্তমানের উপযোগিতা