দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়ে অনেকেই অনুভব করছেন যে জীবনে ঘটে চলা নানা ঘটনার পেছনে রয়েছে অতীত কর্মের অদৃশ্য ছায়া। এই প্রভাবই তৈরি করে তথাকথিত ‘কর্মফল ঋণ’ (Karmic Debt Number) যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে নির্ধারণ করে। সংখ্যাতত্ত্ব ও আধ্যাত্মিক দর্শনে এই কর্মফল ঋণের ধারণা বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রতিটি মানুষের অতীত কর্ম তার বর্তমান অভিজ্ঞতাকে প্রভাবিত করে, আর সেই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে বের করাই আজ আলোচনার মূল বিষয়।
কর্মফল ঋণ কী?