দ্য ওয়াল ব্যুরো: সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকায় এক পাঁচ বছরের শিশুর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সন্ধেয় নিজের ঘর থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ছোট্ট প্রত্যুষা কর্মকারের দেহ।
প্রতিবেশীরা জানান, হঠাৎ বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে তাঁরা ছুটে যান। ঘরে ঢুকতেই দেখেন, মেঝেতে রক্তে ভেজা অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি। চিকিৎসকরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে।
#REL