গার্গী দাস
মন খারাপ নয়, কিন্তু কিছু ভাল লাগছে না। যাই করছি, তাতেই যেন বিরক্তি। কোথাও গিয়ে শান্তি নেই, খেয়ে ষান্তি নেই, খাবারের স্বাদটাও ফিকে। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না আবার মনে হচ্ছে, কাছের বন্ধুকে একটু ফোন করি। ডায়াল করেও কথা হচ্ছে না, শব্দ হারিয়ে যাচ্ছে, মাথায় সব যেন কেমন গোল গোল ঘুরছে। আপনারও হয় এমন? এটাকে ডাক্তারি পরিভাষায় (মনোবিজ্ঞান) 'একাকিত্ব' বলা হচ্ছে।