দ্য ওয়াল ব্যুরো: উজ্জ্বল ত্বক পেতে হোক বা শরীরে সতেজতা ফিরিয়ে আনতে - অনেকেই এখন দামী প্রসাধনী, সাপ্লিমেন্টের আশ্রয় নেন। কিন্তু প্রাকৃতিক উপায়ে এই সমাধান হাতের নাগালেই রয়েছে, যা দেখে নাক কুঁচকে যেতেই পারে। তবে পুষ্টিগুণে ভরপুর সেই উপাদান আপনার যাবতীয় সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। তা হল লাউ।
ভিটামিন, খনিজ ও জলের প্রাচুর্যে ভরপুর এই সবজি শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে, রক্ত বিশুদ্ধ করে এবং ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।
#REL
শরীর ঠান্ডা ও সতেজ রাখতে লাউয়ের ভূমিকা