দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ভাইরাল হয়েছে, রক্তদান (blood donation) করলে মাত্র ১০ মিনিটে নাকি ৫০০-৬৫০ ক্যালোরি খরচ (calorie burn) হয়! কিন্তু সত্যিই কি তাই? কী বলছেন চিকিৎসকরা?
৩ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এক ভিডিওতে অ্যানেস্থেসিওলজি ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ কুণাল সুদ এই বিভ্রান্তি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, যদিও শরীর রক্তের ঘাটতি পূরণ করতে শক্তি খরচ করে, কিন্তু সেটাকে সাধারণ অর্থে ক্যালোরি বার্ন বা ওজন কমানো (weight loss myth) বলা যায় না। অর্থাৎ, এ তথ্যের আসলে কোনও বৈজ্ঞানিক ভিত্তিই নেই।
#REL