দ্য ওয়াল ব্যুরো: শীত এলেই শরীরে নানা রকম পরিবর্তন চোখে পড়ে। আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গে এনার্জি, রোগপ্রতিরোধ ক্ষমতা - সব মিলিয়ে স্বাস্থ্যের উপর বেশ প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রেই শীতকালে মহিলাদের মধ্যে বিভিন্ন পুষ্টিগত ঘাটতি, বিশেষ করে অ্যানিমিয়ার সমস্যা (Anaemia in women), বেড়ে যায়। এই বিষয়টি ঠিক কতটা গুরুতর এবং কীভাবে তা সামলানো যায় (Winter health tips for women)?
ডা. স্বাতী সিনহা, রোজওয়াক বাই রেনবো হসপিটালস-এর সিনিয়র কনসালট্যান্ট (অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি), জানান, শীতে মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার ঝুঁকি সত্যিই বেড়ে যায়।
#REL