দ্য ওয়াল ব্যুরো: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি জেসমিন ভাসিন এবং আলি গনির প্রেমকাহিনি শুরু হয়েছিল বিগ বসের ঘর থেকে। সেই থেকে দীর্ঘদিনের সম্পর্ক, লিভ-ইন সঙ্গ এবং পর্দার বাইরেও তাঁদের রসায়ন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস কখনও কমেনি। কিন্তু সম্প্রতি গণেশ চতুর্থী উপলক্ষে এক ভাইরাল ভিডিও ঘিরে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।
ভিডিওতে দেখা গেছে, জেসমিন ভাসিন এবং নিয়া শর্মা একসঙ্গে গণপতি বাপ্পা মোরিয়ার জয়ধ্বনি দিচ্ছেন। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে আছেন আলি গনি। কিন্তু একবারের জন্যও তিনি নাম উচ্চারণ করেননি।
#REL