দ্য ওয়াল ব্যুরো: উত্তরের প্রশাসনিক বৈঠক থেকে জিএসটি নিয়ে বড় দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নিতে দেব না। জিএসটির টাকা রাজ্যকে ফেরৎ দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন মুখ্যমন্ত্রী খোলামেলা স্বীকার করে নেন, “কেন্দ্র (Central Government) যখন জিএসটি-র (GST) কথা বলেছিল তখন আমরাই প্রথম করতে বলেছিলাম, এটা আমাদের বড় ব্লান্ডার ছিল! কারণ, অন্য রাজ্যকে টাকা দিচ্ছে আর বাংলায় রাজ্যের শেয়ারের টাকা না দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফেরত দেওয়া উচিত।”
#REL