দ্য ওয়াল ব্যুরো: সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গৃহস্থালি সামগ্রীর উপর জিএসটি হার কমিয়েছে, যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। কিন্তু বাস্তবে বহু ক্রেতা অভিযোগ করছেন, দাম একই রকম রয়েছে।দোকান হোক বা অনলাইন প্ল্যাটফর্ম— জিএসটি কমার কোনও প্রভাব তাঁরা খুঁজে পাননি।
এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে। কাগজে-কলমে ট্যাক্স কমলেও বাজারে পণ্য কেনার সময় ভোক্তাদের পকেট হালকা হচ্ছে সমানভাবেই। ফলে প্রশ্ন উঠেছে, কম ট্যাক্সের সুবিধা শেষ পর্যন্ত ক্রেতার কাছে পৌঁছাচ্ছে কি না।
#REL