দ্য ওয়াল ব্যুরো: সাইবার অপরাধে (Prevent Cyber Fraud) লাগাম টানতে অভূতপূর্ব কড়াকড়ি। সোমবার জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিল ডিপার্টমেন্ট অফ টেলিকম (DOT)—এখন থেকে সিম কার্ড (SIM Card ) ব্যবহার করে কোনও ধরনের অপরাধমূলক কাজ হলে দায় নিতে হবে সেই ব্যক্তিকেই, যার নামে সিম নথিভুক্ত।
'অজান্তে হয়েছে’, ‘আমার সিম ব্যবহার করেছে অন্য কেউ’—এই অজুহাত আর মানবে না কেন্দ্রীয় সংস্থা। ফলে মোবাইল ব্যবহারে আরও সচেতনতা ও সতর্কতার উপর জোর দিল ডট।
#REL