দ্য ওয়াল ব্যুরো: কোনও চিকিৎসা ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রসব করাতে গিয়ে এক মহিলা এবং তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যু হল ওড়িশায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশার গঞ্জাম জেলার ওই নার্সিংহোম মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তের নাম মঙ্গলু চরণ প্রধান (৩৫)। দেঙ্গাউস্তা গ্রামের বাসিন্দা প্রধান নিজের নার্সিংহোমে এক প্রসূতির ডেলিভারি করান, সঙ্গে ছিলেন দু’জন এএনএম (সহকারী নার্স-মিডওয়াইফ)। কিন্তু সেখানে কোনও রেজিস্টার্ড ডাক্তার উপস্থিত ছিলেন না। এই ঝুঁকিপূর্ণ ডেলিভারিতেই ঘটে বিপত্তি।
#REL